বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ

ভোলা জেলার অন্যতম ও শীর্ষস্থানীয় বিদ্যাপিঠ হিসেবে স্বীকৃত বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ | একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। আধুনিক ও বিশ্বমানের শিক্ষালাভের পূর্বশর্ত হলো একটি আদর্শ ও পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক মানসম্মত যুগোপযোগী তথ্য ভিক্তিক প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের মাধ্যমে নৈতিক মূল্যবোধ, সততা ও দেশ প্রেমের দীক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার মহান ব্রত নিয়ে দুর্দমনীয় গতিতে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছে এই প্রতিষ্ঠানটি।কলেজের অবকাঠামোগত উন্নয়ন। শিক্ষার বর্তমান ধারা শিক্ষার্থীদের সৃজনশীল করে তোলার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে। কলেজের এম.পি.ও. ভূক্ত শিক্ষকগণের প্রায় সকলেই বোর্ড পরীক্ষক, অনেকেই প্রধান পরীক্ষক ও শিক্ষক প্রশিক্ষক। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মহোদয়গন অত্র বিদ্যালয়ের সর্বোচ্চ সাফল্য অর্জনে সদা ব্যস্ত। যুগের চাহিদা মাফিক বর্তমানে দক্ষ ম্যানেজিং কমিটির সুদক্ষ ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় ভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রীধারী বহুসংখ্যক পার্ট টাইম শিক্ষক নিয়োগদানের মাধ্যমে সঠিক শিক্ষাদানের সু-ব্যবস্থা করা হয়েছে।বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ স্থাপিত হয় 1997 সালে প্রজেক্ট ইন্ডাস্ট্রির ও কমার্স মিনিস্টরের মাধ্যমে। তার মহান প্রেমময় মা ফাতেমা খানম নামে তোফায়েল আহমেদ এটি এই এলাকার সবাইকে একমাত্র উচ্চ শিক্ষাগত ইনস্টিটিউট যা সকলের কাছে পরিচিত। এটি শিক্ষাগত অর্জনের বিষয়ে বরিশাল বোর্ডে উচ্চ পরাজিত এবং র্যাংকিং অর্জন করেছে। এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় এইচএসসি (জেনারেল), এইচএসসি (বিএম) এবং ডিগ্রি কোর্স রয়েছে। প্রায় ৫০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। এই ইনস্টিটিউটটি ২8 টি প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত হয়েছে 13 জন অভিজ্ঞ কর্মী। এটি ভোলা জেলার পুনর্নির্মিত কলেজের একটি।বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ ভোলা জেলায় অবস্থিত। এটি ভোলার সবচেয়ে বিখ্যাত কলেজ। বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদ তার মাতা ফাতেমা খানমের নামে এটি প্রতিষ্ঠা করেন।

তিনি একজন শিক্ষা-অনুরাগী ছিলেন।জনাব তোফায়েল আহমেদ বাংলাবাজার ফাতেম খানম ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। এই কলেজ এভাবে পরিপূর্ণ বাস্তবে রূপ নেয়। বর্তমানে এই কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত।

অনুষদসমূহঃ কলা,ব্যবসায় প্রশাসন,বানিজ্য

বর্তমানে এখানে ১০ টি বিষয়ে অনার্স চালু আছে।

বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজে বর্তমানে ৩ টি অনুষদের অধীনে নিম্নোক্ত বিভাগ সমূহ রয়েছে।

অনুষদের নামঃ

বিভাগ সমূহঃ

স্নাতক শ্রেণীতে আসনসংখ্যাঃ

মোট আসন সংখ্যাঃ

কলা অনুষদ


  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • ইসলামিক স্টাডিজ বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইসলামের ইতিহাস বিভাগ
  • দর্শন বিভাগ

ব্যবসায় প্রশাসন অনুষদ


  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • মার্কেটিং বিভাগ

সামাজিক বিজ্ঞান অনুষদ


  • রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • সমাজ বিজ্ঞান বিভাগ

সাংস্কৃতিক


 ৫ টি সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমে প্রতিদিনই উৎসবমুখর থাকে শিক্ষা প্রতিষ্ঠানটি। এ সংগঠনগুলো জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংস্কৃতিক অঙ্গনেও নেতৃত্ব দিচ্ছে। কলেজের সাংস্কৃতিক ও সামাজিক কাজের চর্চা করছে বিএনসিসি (সেনা), বিএনসিসি (বিমান), রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটসরক্তদাতা সংগঠন বাঁধন, নোঙর, বোটানী সোসাইটি।

-