প্রতিষ্ঠাতার বানী

প্রতিষ্ঠাতার বাণী

 

আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান সব সময় গুরুত্ব বহন করে। ভোলা জেলায় প্রতিষ্ঠিত বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ এমন একটি। শৈশব জীবন ও কিশোর ছাত্র জীবনে কয়েক কিলোমিটার রাস্তা  পায়ে হেটে  শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। মেধা থাকা সত্বেও  বাস্তব প্রতিকূলতারমুখে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে। তাই শিক্ষিত ও মেধাবী জাতি গড়ে তুলতে ভোলা জেলার বাংলাবাজারে প্রাইমারী স্কুল, মাধ্যমিক স্কুলের পাশপাশি প্রতিষ্ঠা করি বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত কলেজটি এখন বিশ্ববিদ্যালয় কলেজে রূপ লাভ করে। দক্ষ কলেজ পরিচালনা পর্ষদের তত্বাবধানে যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলীর শিক্ষাদানে শিক্ষার্থীরা সেরা ফলাফল করছে । এটা প্রশংসার দাবি রাখে। আমরা আনন্দিত হই যখন শুনি এ কলেজ বরিশাল শিক্ষা বোর্ডের সেরা তালিকায় রয়েছে। আমরা উচ্ছ¡সিত হই, যখন শুনি  এ কলেজের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রে সফল হচ্ছে। তখন মনে করি কলেজ প্রতিষ্ঠা বিফলে যায় নি। বর্তমান প্রতিযোগিতার যুগে সৃজনশীল মেধা বিকাশে এ কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই কামনা করি সব সময়। অন্যদিকে আমার মায়ের নামে এ কলেজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মায়ের স্মৃতি আজও অ¤øান হয়ে আছে। আমি মনে করি , পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্মান দেখানো  শিক্ষার্থীদের কর্তব্যের মধ্যে রয়েছে। আর এ কর্তব্যবোধ হৃদয়ে ধারন করতে হবে সব শিক্ষার্থীকে। সততা, ন্যয়- নীতির মধ্য দিয়ে শিক্ষিত জাতি গড়ে ওঠবে। সে দিন বেশি দুরে নয়, আমরা শতভাগ শিক্ষিত জাতি হিসেবে আত্ম-মর্যাদাশীল হবো। উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হব। ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের অগ্রযাত্রা প্রশংসার দাবি রাখে। এই কলেজের নামে সমৃদ্ধ  ওয়েব সাইটে সংরক্ষিত সকল তথ্য উপাত্ত শিক্ষার্থীদের পাশপাশি বিশ্ব পরিসরে স্থান পাবে এটাও কামনা করছি। 

 

জনাব তোফায়েল আহমেদ, এমপি
সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিষ্ঠাতা
বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ভোলা ।

-